করোনা পরিস্থিতির পরে আমদানি বাড়ছে। সামনে হজ মৌসুম। এছাড়া বিদেশ ভ্রমণও আগের চেয়ে বেড়েছে। এসব কারণে ডলারের চাহিদা বাড়ছে। আর এ সুযোগে লাগামহীনভাবে বাড়ছে মার্কিন ডলারের দাম। খোলাবাজার থেকে শুরু করে আন্তঃব্যাংক লেনদেনে বেড়েছে ডলারের দাম। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ খুব বেশি কাজে আসছে না। ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে ইচ্ছামতো দাম নিয়ে ঋণপত্র (এলসি) খুলছে। ব্যাংকগুলোর অনিয়ম বিষয়ে তদারকিতে নামছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে যেসব ব্যাংক ডলার বিক্রি করছে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার সরবরাহ করছে। বর্তমানে রেমিট্যান্স বাড়ছে। আগামী জুন ও জুলাই মাসে কোরবানির ঈদের আগে রেমিট্যান্স আরো বাড়বে। রপ্তানিও বেড়েছে ও বাড়ছে। এতে কিছু দিনের মধ্যেই ডলারের বাজার একটা ভারসাম্যের মধ্যে আসবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরো বলেন, এখন চাহিদার সুযোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে যেসব ব্যাংক ডলার বিক্রি করছে, তাদের বিষয়টি তদারকি করা হবে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।